সংবাদ শিরোনাম
মহাসড়ক ফোরলেন প্রকল্প: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে চেক বিতরণ

মহাসড়ক ফোরলেন প্রকল্প: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া ও আশুগঞ্জ-আখাউড়া মহাসড়ক ফোরলেনে বর্ধিতকরন প্রকল্পের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরনের দুই কোটি ২৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠ ও দুপুর ২টায় উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ করা হয়।
জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন।  এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্থদের মধ্যে সোলায়মান মিয়াকে ১২ লাখ ৪৪ হাজার ৬৪০ টাকা, কাদির মিয়াকে ৩ লাখ ৯৯ হাজার ৩৯১ টাকা, রহিমা খাতুনকে ৫ লাখ ৬৬ হাজার ২৪৩ টাকা, সেলিম ভূইয়াকে ৩০ লাখ ৫৮ হাজার ১৭৩ টাকা, মােঃ লিলন মিয়াকে ৩ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, আবুল কালামকে ১০ লাখ ৪৭ হাজার ২১৫ টাকা, আবদুল হাসিমকে ৪ লাখ ১ হাজার ৪৬৯ টাকা, জাফর আহাম্মদ মিন্টুকে ১ লাখ ৯৫ হাজার ৭১৩ টাকা, হালিমা বেগমকে ৩৫ লাখ ৮৮ হাজার ৫ টাকা, পবিত্র পালকে ৬৩ লাখ ১ হাজার ১২৮ টাকা, নজরুল ইসলাম খানকে ৫২ লাখ ৯২ হাজার ৯৪৮ টাকা, মোঃ নজরুল ইসলাম খানকে ১৩ লাখ ১৫০ টাকার চেক দেয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস বলেন, সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারী যদি অধিগ্রহনকৃত ভূমি মালিকদের সাথে কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com