স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আয়োজিত ভাচুর্য়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত ভাচুর্য়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাচুর্য়াল সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এদিকে অনুষ্ঠিত ভাচুর্য়াল আলোচনায় সভায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত ভাচুর্য়াল আলোচনা সভার সরাসরি সম্প্রচার করাসহ সংযুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল- মামুন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিদনী ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহ, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ শ্রাবণ, শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনসহ জেলা, উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply