স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কসবা পৌর সভা চত্বরে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন কসবা পৌর সভার সচিব আয়েশা আক্তার, পৌর কাউন্সিলর হেলাল সরকার, পৌর কাউন্সিলর রঙ্গু মিয়া, পৌর কাউন্সিলর আবু ছায়েদ, কসবা টি.আলী কলেজ ছাত্রলীগ সভাপতি সফিউল রহমান সাগর প্রমুখ।
আলোচনাসভা শেষে “তিনটি করে গাছ লাগান, মুজিব বর্ষের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে পৌর এলাকার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ ব্যাপারে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর আগে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply