স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
শিশু শ্রমিক দিয়ে কাজ করানো ও নিযার্তনের অভিযোগ উঠা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিয়া বেকারিকে সিলগালা করে দেয়া হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণপুর বাইপাস এলাকার ইসলামিয়া বেকারিতে গত তিনদিন আগে জুনাইদ নামে ১২ বছরের এক শিশু শ্রমিক নিযার্তনের শিকার হয়। তাকে লোহার গরম রড দিয়ে আঘাতসহ বিভিন্নভাবে শারিরিক নির্যাতন করেন বেকারির প্রধান কারিগর সাবু মিয়া। মঙ্গলবার বিকেলে বিষয়টি স্থানীয় লোকজন ও সাংবাদিকদের নজরে এলে প্রশাসনকে অবহিত করা হয়। পরে বেকারিতে ভ্রাম্যমাণ আদালত চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মালিক মো. বায়েজিদকে থানায় নিয়ে আসা হয়।
নির্যাতনের শিকার কুমিল্লার শিশু জুনাইদ পুলিশকে জানায়, তিন দিন আগে কাউকে না জানিয়ে সে একটি ডিম ও বিস্কুট খেয়ে ফেলে। বিষয়টি জানতে পেরে কারিগর সাবু মিয়া অমানসিক নির্যাতন চালায়। এর আগেও কাজ না পারার অজুহাতে তার উপর নিযার্তন চালানো হতো।
তবে বেকারি মালিক মো. বায়েজিদ জানান, তিনি ওই শিশু শ্রমিককে কোনো ধরণের মারধর করেন নি। শিশুকে মারধরের বিষয়টি জানার পর তাকে চিকিৎসাও করানো হয়। অভিযুক্ত কারিগর সাবু মিয়াকে এ জন্য অনেক কটু কথা বলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানিয়েছেন, বেকারি কারিগর সাবু মিয়া ওই শিশুটিকে নিযার্তন করে। এ ঘটনায় বেকারি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শিশুটির অভিভাবককে খবর দেয়া হয়েছে। তঁাদের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply