স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কসবা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এম.এইচ শাহআলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা সামছুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আবু ছিদ্দিক প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ঘাড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply