স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বন্যা দূর্গত কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৯৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান উপজেলা ডাঃ রাফি উদ্দিন এই কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। এসময় সুবিধাভোগী কৃষক,কৃষানীসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply