স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি নির্দেশনা না মেনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ-উল-আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করেন।
এ সময় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ-উল- আলম বলেন, করোনা পরিস্থিতিতে মোটর সাইকেল আরোহীরা হ্যালমেট ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply