স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে কিশোরগঞ্জ জেলার ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর রাত ৪টায় নরসিংদী জেলার বেলাব থেকে একটি বাস করে ৪৫জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজার জিয়ারত করার জন্য রওয়ানা হন। সকাল ৬টার দিকে বাসটি আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করে বাসের ৩০ যাত্রী আহত হয়।
খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস, হাটিখাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে খাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply