স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দেশ জুড়ে নারী ও শিশু ধর্ষন এবং নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নিযার্তনের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচী পালন করেছে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বলন করে এ কর্মসূচী পালন করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ জিতু মিয়া, কাজল জ্যোতি দত্ত, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তী, যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া, প্রভাষক নির্মল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা, যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply