স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় চিপস দেওয়ার কথা বলে বাসায় ডেকে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে কানু মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় ধর্ষণ চেষ্টার এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে ধর্ষক ঐ যুবক পলাতক রয়েছে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইলকান্দির খাদ্য গুদাম এলাকায় সহপাঠিদের সাথে খেলা করছিল। এ সময় একই এলাকার কানু মিয়া নামে এক রিক্সা চালক শিশুটিকে চিপস খাওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে লম্পট কানু শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার করলে আশপাশের লোকজন ধর্ষণকারীর হাত থেকে শিশুটিকে উদ্ধার করেন।পরে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শিশুটির মা এ প্রতিবেদককে জানান, ঘটনার পর থেকে স্থানীয়রা শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু আমি এই মীমাংসা চাই না। আমি এ ঘটনার আইনি বিচার চাই। যাতে ভবিষ্যতে আমার অবুঝ শিশুটির মতো অন্য কোন শিশু এধরণের ঘটনার শিকার না হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply