স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকা থেকে গলাকাটা অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে।
নিহতের নাম আসিফ মিয়া (২০), নিহত আসিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউটের মৃত বাবুল মিয়ার ছেলে। সে পৌর এলাকার ভাদুঘরে ভাড়া বাসায় থাকতেন। নিহত আসিফের খালাতো ভাই আলাল মিয়া জানান, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট। সে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। গত সোমবার বিকেল ৪ টায় বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর রাতেও বাড়িতে আসিফ না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তার পরিবার। পরের দিন মঙ্গলবার সকালে আসিফের মোবাইল ফোনে কল দিলে রিং হলেও কেউ ফোন রিসিভ করেনি। পরে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। দুপুরে আসিফের মোবাইল ফোনে কল দিলে একজন কলটি রিসিভ করে জানান, দুবলা রেললাইনের পাশে একটি মরদেহের পাশ থেকে রক্তমাখা মোবাইল ফোনটি পাওয়া গেছে।পরে এ খবর পেয়ে আসিফের পরিবারের পক্ষ থেকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে গিয়ে মরদেহটি সনাক্ত করেন।
আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আজম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা ধারণা করছি অটোরিকশাটি নিতেই আসিফকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply