স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন’র নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাতের হস্তক্ষেপে বিজয়নগরে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের আব্দুল মবিন মিয়ার (ছদ্মনাম) মেয়ে মোমেনা আক্তার (ছদ্মনাম) (১৭ বছর) কে আঠারো বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেয়ার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এসময় মেয়ের বাবা ও মা কিশোরী মেয়ের বাল্যবিবাহ দিবেনা মর্মে অঙ্গীকার করেন।এসময় স্থানীয় জনপ্রতিনিধি, তথ্য আপা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply