ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাধীন মধ্যমেড্ডা সবুজবাগ নিবাসী প্রয়াত শিক্ষক স্বগর্ীয় চন্দ্রধন দেব এর জ্যেষ্ঠ পুত্র এবং বিদ্যোৎসাহী রামকানাই দত্ত প্রতিষ্ঠিত জেলা সদরের পশ্চিম পাইকপাড়াস্থ প্রাচীণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রামকানাই হাই একাডেমী’র রসায়ন বিভাগের প্রাক্তণ শিক্ষক সর্বজন সুপরিচিত সজ্জ্বন ব্যক্তিত্ব সবার প্রিয় বিশ্বজিৎ দেব স্যার (৭১) আর বেঁচে নেই। শারিরীক অসুস্থতায় গত এক সপ্তাহ যাবত রাজধানী ঢাকার রামপুরা দি বেটার লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত পৌণে ৯টায় তিনি পরলোকগমণ করেন (দ্বিব্যান লোকান স গচ্ছতু)। মৃত্যুকালে তিনি ৩ ভাই, স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, জামাতা, পুত্রবধু, ভাই পো, নাতি নাতনীসহ আত্মীয়, বিপুল সংখ্যক শুভাকাংখী সহকর্মী এবং ছাত্র ছাত্রী রেখে গেছেন।
আজ ২ জানুয়ারী শনিবার মধ্যাহ্নে ঢাকায় বাসাবো কালিমন্দির সংলগ্ন শশ্মানে প্রয়াত শিক্ষক বিশ্বজিৎ দেব এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি) ।
Leave a Reply