ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা, প্রয়াত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমানের ছোট বোন এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের চিকিৎসক ডাঃ ফরিদ আহমেদ সরকারের সহধর্মীনী শিরিন সামছুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
গত শনিবার রাত ১১টায় তিনি ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিরিন সামছুন্নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২৩ ডিসেম্বর থেকে তিনি এই হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। শনিবার রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিরিন সামছুন্নাহার ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। তিনি ছাত্র ইউনিয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে নির্বাচন করেছিলেন।
আজ রোববার সকাল ৭টায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মরহুমার নামাজে জানাযা শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply