সংবাদ শিরোনাম
নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

অনলাইনে জন্মনিবন্ধন করতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে আবেদনকারীদের। পরিস্থিতি এতটাই জটিল যে রীতিমতো ধৈর্যের সঙ্গে যুদ্ধ করতে হয়। সার্ভারের সমস্যা ও নতুন সার্ভারের বিভিন্ন নিয়মনীতির কারণে একটা আবেদন করতে অনেক সময় লাগছে, কখনও কখনও অনেক চেষ্টাও হচ্ছে বিফল। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণসহ পৌরসভার দায়িত্বরত কর্মকর্তা/ কর্মচারীগণকে। জন্মনিবন্ধনের মতো এত গুরুত্বপূর্ণ কাজের নতুন সার্ভারের কারণে সৃষ্ট জটিলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় 
নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা 
প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ ফেরদৌস মিয়া, আব্দুল হাই ডাবলু, পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, স্বাস্থ্য সহকারী আবু সাঈদসহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীগণ। এ সময় উপস্থিত সকলে নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে বিশদ আলোচনা করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com