স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাবের অভিযানে কিশোরগঞ্জের ভৈরব থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজা, দুটি প্রাইভেটকার সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় ভৈরব উপজেলার ভৈরবপুর নাটাল মোড়এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন র্যাব। গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোরাকান্দা এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ভোটানবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ সোহেল মিয়া (২৩) ও মোঃ আফজাল মিয়ার ছেলে মোঃ লোকমান (২৪)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক ভৈরব থানা মামলা দায়ের করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply