স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সময়ে হাফানিয়া ক্যাম্পের চীফ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরাইল উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক সফল সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন)।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুল ইসলাম মৃদুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম ঠাকুর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে বাদ মাগরিব মরহুমের জন্মস্থান সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের কাটাইসার গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে সমাহিত করা হয়। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply