বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। নৌকা ভাষার অধিকার দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, দারিদ্র্যমুক্ত করে যাচ্ছে, মানুষের উন্নয়ন করে দিচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে নৌকা মার্কায় ভোট দিয়ে। আমাদের উন্নয়নের কথাগুলো আপনারা প্রতিটি ঘরে ঘরে প্রতি পরিবারের কাছে পৌঁছে দেবেন, সেটাই আমি চাই। তিনি বলেন, মানুষকে বলতে হবে। কারণ মানুষ সুখ পেলে দুঃখের দিনের কথা ভুলে যায়। এই সুখটা পেল কিভাবে সেটা তাদের মনে করিয়ে দিতে হবে। তাদের বারবার বলতে হবে, নৌকা মার্কায় মানুষ যেন ভোট দেয় তার জন্য আপনাদের কাজ করতে হবে।
সোমবার বিকালে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে জেলা আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের মহিলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আক্তার, রুনাক সুলতানা পারভীন, মুক্তি খান, তাহমিনা আক্তার পান্না, উম্মে হানি সেতু, হাসিনা আক্তার, সামসুন্নাহারসহ আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের মহিলা নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply