স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় ছিনতাইকারীরছুরিকাঘাতে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা (৬৫) হত্যার ঘটনায় জড়িত আসামী মোঃ খোকন মিয়া (৩৮) নামে একজনকে আটক করেছেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১ টায় ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করেন র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ সকাল পৌনে ৬ টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের আদালত খা বিল্ডিং ডাল পট্টি এলাকার মৃত নিদান সাহার ছেলে নিতাই চন্দ্র সাহা (৬৫) কে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলা দায়েরের পর র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ খোকন মিয়াকে আটক করেন। আটককৃত খোকন মিয়া ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply