স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে ১০ পাড়া কোরআনের হাফেজ মোঃ মাজিদ বারী (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মাজিদ বারী মনিপুর গ্রামের বাসিন্দা ও বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদ বারীর ছেলে।
জানা যায়, বুধবার সকালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা ও বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদ বারীর ছেলে মোঃ মাজিদ বারী অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় বাড়ির পূর্বপাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় মাজিদ। পরে অপর এক শিশু মাজিদের মাকে চিৎকার করে ডেকে বলেন মাজিদ পানিতে তলিয়ে যাচ্ছে। এসময় বাড়ির লোকজন এগিয়ে গিয়ে তার মৃত দেহ উদ্ধার করেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আজ বাদ আছর মাজিদ বারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত মোঃ মাজিদ বারী জেলা শহরের মেড্ডায় একটি মাদ্রাসার হেফজ হানার শিক্ষার্থী ছিলেন। সে ইতিমধ্যে ১০ পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণার পর মাদ্রাসা থেকে সে বাড়িতে আসছিলো।
জেলা জাতীয় ওলামা পার্টির সাধারন সম্পাদক ও এমদাদ বারীর চাচা মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply