ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও দুই দুই বারের নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেছেন, বিধস্ত পৌরসভার অত্যাবশ্যকীয় নাগরিক সেবা প্রদানে সকলকে মানবিক দৃষ্টি দিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর পরিষদের জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর- হোসেনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম।
পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ প্রমুখ।
সভায় ঈদুল ফিতর ২০২১ উদযাপন উপলক্ষ্যে ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ, পৌর ভবন ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ভবন দু’টি পরিত্যক্ত/কনডেমেশন ঘোষণা এবং এর প্রাক্কলন অনুমোদন, বিগত ২৮ মার্চ হেফাজতের তান্ডবে ভস্মিভূত হয়ে ধ্বংসস্তুতে পরিণত পৌরসভার কার্যক্রম সচল করার লক্ষ্যে কর্মকর্তা/কর্মচারীদের অফিস করার নিমিত্তে ও কার্যক্রম শুরু করণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও সভায় পৌর পরিষদের ১ম সভার সভায় সর্বসম্মতভাবে নির্বাচিত প্যানেল মেয়রগণকে পরিচয় করিয়ে দেন মেয়র নায়ার কবির। প্যানেল মেয়র-১ হোসনে আরা বাবুল, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান আনছারী, প্যানেল মেয়র-৩ সাংবাদিক মীর মোঃ শাহীন উপস্থিত সকল কাউন্সিলর ও পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, বিগত ২৮ মার্চ হেফাজতের তান্ডবে ভস্মিভূত হয়ে ধ্বংসস্তুতে পরিণত পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলে মিলেমিশে একযোগে কাজ করতে হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অনুকুলে যে পরিমাণ সহায়তা পাওয়া যাবে তা সকল ওয়ার্ডে অধিকতর যাচাই বাছাইক্রমে প্রকৃত দরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে। এতে কোন প্রকার অননিয়ম করা যাবে না। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি এ সময় ধ্বংসস্তুপে পরিণত পৌরসভার কার্যক্রম নব উদ্যমে শুরু করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বর্তমানে পৌর নাগরিকগণ বিভিন্ন সেবা পেতে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু আমরা পৌর পরিষদ নিরলসভাবে পৌর কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে তা সারিয়ে উঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি এ সময় তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নতুনভাবে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি) ।
Leave a Reply