স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানি পলিটেকনিক একাডেমী শিক্ষক আবু নাঈম এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ (১৮ জুন) শুক্রবার সকাল ১০টায় উপজেলার মিরাশানি পলিটেকনিক একাডেমী মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পলিটেকনিক একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী নাহিদ সাব্বিরের সভাপতিত্বে ও সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ খাইরুল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া উদ্দিন প্রান্টুস, আওয়ামী লীগ নেতা এনামুল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুুগ্ম সাধারন সম্পাদক আসিফ মান্না, ছাত্রলীগ নেতা কাজী সারোয়ারুল ইসলাম রিপন, মাহমুদুর রহমান কিশোর, তুষার আহাম্মদে প্রমুখ। মানববন্ধনে মিরাশানি পলিটেকনিক একাডেমীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকদিন আগে মেরাসানী পলিটেকনিক একাডেমির সিনিয়র শিক্ষক আবু নাঈমের বাড়ির পাশে লাগানো ঘাস একই গ্রামের গালিবের গরু খেয়ে ফেলে। এ নিয়ে বিরোধের জেরে গত সোমবার ভোরে গালিবের নেতৃত্বে সন্ত্রাসীরা শিক্ষক আবু নাঈমের বাড়িতে প্রবেশ করে আবু নাঈম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করে। বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গালিবসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply