স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্ত জলাশয়ে ৬’শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া কালভৈরবঘাট সংলগ্ন তিতাস নদীতে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
তিতাস নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ উল আরেফিন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন জানান, মাছ চাষে সচেতনা বৃদ্ধি, বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দেওয়া ক্ষতিকর জাল অপসারণ, খামারীদের উৎসাহ ও প্রনোদনা প্রদান কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। যারা দেশীয় মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এই কার্যক্রম জেলার প্রতিটি ইউনিয়নে কার্যকর করা হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ ইং উপলক্ষে সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে তিতাস নদীতে পোনা মাছ অবমুক্ত করছেন।
মৎস্য কর্মকর্তা আরো জানান, ৬শত কেজি পোনা মাছের মধ্যে পৌর এলাকার মেড্ডা কালভৈরবঘাট সংলগ্ন তিতাস নদীতে ২শত ৮৫ কেজি ও সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি পুকুরে ৩১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply