স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে ট্রলার ও স্পীডবোটের সংঘর্ষে ফরিদ মিয়া (৪৫) ও জুয়েল মিয়া (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদ মিয়া পার্শ্ববর্তী নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ এলাকার খুরশিদ মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে একটি যাত্রীবাহী স্পীডবোট বাঞ্ছারামপুরের মরিচাকান্দি নৌঘাটে আসার সময় একটি ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে।
এদিকে, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ইউএনও বাঞ্ছারামপুর নামে ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply