আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় নাসিরনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাওন, নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রবিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেশন মাষ্টার। অনুষ্ঠানের শুরুতেই পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply