স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির বলেছেন, মোহনা টেলিভিশনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করছে। আমরা আশা করি ভবিষ্যতেও মোহনা টিভি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করবে এবং অগ্রসরমান চিন্তার পক্ষে মোহনা টিভি দঁাড়াবে। এ সময় তিনি মোহনা টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কলা-কৌসুলী ও দর্শকদের প্রতি প্রতিষ্ঠবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে ১১ বছর পূর্তি ও একযুগে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএমএ’র সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইমরান হোসেন, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহজাদা। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিনটি উদযাপন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply