সংবাদ শিরোনাম
পলাশবাড়ীতে যে গ্রামের নাম শুনলে ভেঙে যায় বিয়ে, মেলে না কোন চাকরি পাটগ্রামে অভিভাবক সমাবেশ শেষে জমি উদ্ধার করলো মাদরাসা কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা দাবীর অভিযোগে দুই ভুয়া সাংবাদিক আটক পাঁচটি প্রদেশে বাংলাদেশকে ভাগ করার পরামর্শ উপদেষ্টা ড. এম সাখাওয়াতের চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীসহ ১০ জনের নামে গুমের মামলা বিজয়নগরে বাবার আঘাতে ছেলে খুনের অভিযোগ।। বাবা আটক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক দুই এমপিসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মী আতিকের গুমের মামলা না নেওয়ায় বিক্ষোভ-মানববন্ধন
এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশ ; জিপিএ-৫-এ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

এইচ.এস.সি পরীক্ষার ফল প্রকাশ ; জিপিএ-৫-এ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি  

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে জিপিএ-৫-এ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।

বুধবার (১৭ জুলাই) ফলাফল ঘোষণার পর বিভিন্ন কলেজ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে এ বছর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এক হাজার ২৩৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে এক হাজার ৪৪জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭জন। এই কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫জন, মানবিক বিভাগ থেকে তিন জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৬৯জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কলেজের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে এক হাজার ২১জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৮০৩জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন শিক্ষার্থী। পাশের হার ৭৮ দশমিক ৬৫ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে ৩২১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ২৭২জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে দুইজন ও মানবিক বিভাগ থেকে এক জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৮৪ দশমিক ৭৪ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অর্নাস কলেজ থেকে ২২১জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৭২জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ।
বিজয়নগর উপজেলার কাজী শফিকুল ইসলাম কলেজ থেকে ৬০১জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৯১জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৭জন। পাসের হার ৬৫ দশমিক ১৭ শতাংশ।

জেলার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সার কারখানা কলেজ থেকে ১৪৪জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৪০জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২জন। এই কলেজের মানবিক বিভাগ থেকে ২ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ১০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৬ দশমিক ৫৩ শতাংশ।

আশুগঞ্জ উপজেলার তিন্নি আনোয়ার মহিলা কলেজ থেকে ৪২জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪০ জন পাস করেছে। এই কলেজ থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাসের হার ৯৫ দশমিক ২৪ শতাংশ।আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজ থেকে ২২৮জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ২১১জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক জন। পাসের হার ৯২ দশমিক ৫৪ শতাংশ।আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ থেকে ১৫৭জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১৩৩জন শিক্ষার্থী। পাসের হার ৮৪ দশমিক ৭১ শতাংশ।

জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ থেকে এবার ২১৭জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ২০৭জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।

জেলার কসবা উপজেলার কসবা টি.আলী কলেজ থেকে ১৬৬জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১৫৭জন। পাসের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ থেকে ১৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ১৪৩জন। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে এক জন শিক্ষার্থী। পাসের হার ৮৪ দশমিক ৬২।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com