সংবাদ শিরোনাম
নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনগনের মাঝে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় প্রেস ব্রিফিং করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, স্নেক রেসকিউয়ার এন্ড কনজারভেশন সেন্টারের স্নেক রেসকিউয়ার তৌফিক হাসান হিমু, উইল্ড লাইফ এন্ড স্নেক  রেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, সম্প্রীতি যমুনা টেলিভিশন, আরটিভি, দৈনিক মানবজমিন সহ একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকা ও টিভিতে নাসিরনগর দত্তবাড়ীতে সাপ আতঙ্কে মানুষ জমির ধান কাটতে পারছেনা শিরোনামে সংবাদ প্রচারিত হলে দেশ-বিদেশে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর নাসিরনগর দত্ত বাড়ীতে আসেন স্নেক রেসকিউয়ার এন্ড কনজারভেশন সেন্টারের স্নেক রেসকিউয়ার তৌফিক হাসান হিমু ও উইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। তারা জানান, ৪দিন অনুসন্ধান করে একটি সাপ ব্যতীত সেখানে আর কোনো সাপ দেখা যায়নি। তবে সেখান থেকে ২৬টি কোবরা সাপের ডিমের খোলস  উদ্ধার করা হয়েছে। যা থেকে বাচ্চা ফুটেছে এবং ৭টি বাচ্চা ইতিমধ্যে স্থানীয়রা মেরে ফেলেছে। দত্ত বাড়িসহ আশপাশের এলাকার ঝোপঝাড়, জংগল ও ধান ক্ষেতে অনুসন্ধান চালিয়ে কোথাও আর কোন সাপের সন্ধান পাওয়া যায়নি।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান রাফি  উদ্দিন আহমেদ, স্নেক রেসকিউয়ার তৌফিক হাসান হিমু ও উইল্ড লাইফ এন্ড স্নেক  রেসকিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বলেন, ইহা একটি আতঙ্ক। তারা এলাকার জনসাধারণকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com