স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার করা হয়।
আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। আলোচনা সভার পূর্বে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম থেকে যোগ দেন স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শপথ বাক্য পাঠ করছেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন , পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান , পৌর মেয়র মিসেস নায়ার কবির।
এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে জাতীর সূর্য সন্তাদের স্মরণে জেলা শহরের ফারুকী পার্কে সূর্যোদয়ের সাথে ৫০ বার তোপধ্বনি মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়। পরে স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নাগরিকরা।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণের পূর্বে জেলা পুলিশ, জেলা আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ আত্মার মাগফেরাত কামনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গার্ড অব অনার প্রদান করেন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply