সংবাদ শিরোনাম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান বিজয় দিবসের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে আওয়ামীলীগ।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এ কর্মসূচীর আয়োজন করে।
জেলা শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শহরের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে শতশত নেতাকর্মী এসে জমায়েত হন। পরে বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের নেতৃত্বে বিজয় র‍্যালীটি বের হয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে সাধারণ মানুষ করতালি দিয়ে র‍্যালিকে স্বাগত জানায়। এসময় জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহসভাপতি হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, জেলা যুবলীগ সভাপতি এড.শাহানুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন।
এসময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগ সহসভাপতি তাজ মো.ইয়াছিন, দপ্তর সম্পাদক তানজিন আহমেদ, তথ্য গবেষনা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, উপপ্রচার সম্পাদক স্বপন কুমার রায়, কার্যকরী সদস্য জায়েদুল হক, জাহাঙ্গীর আলম, সৈয়দ মো.আসলাম, শাহআলম, মাহমুদুর রহমান জগলু, কাচন মিয়া, খোকন কান্তি আচার্য, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,
জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা মৎস্যজীবিলীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শাহ পরান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com