স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাহবুবুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে জেলার কসবা উপজেলার কুটি এলাকার বাসিন্দা মৃত হানিফ সরকারের ছেলে মোঃ মাহবুবুর রহমানের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply