স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করেছেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। হামলায় নারী শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, রবিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সৌদি আরব প্রবাসী মোঃ রাহিম মিয়ার বাড়িতে হামলা চালায় একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজেক মিয়ার ছেলে আমান মিয়ার নেতৃত্বে চিহ্নিত মাদক ব্যবসায়ী জমশিদ ও ফারুক মিয়াসহ ১০/১৫ জন লাঠিয়াল ও দাঙ্গাবাজ। এসময় প্রবাসী রাহিম মিয়ার বাড়িতে থাকা বাবা শোধ মিয়া, মা হাসিনা বেগম, বোন মুক্তা আক্তার ও ১৮ মাস বয়সী শিশু পুত্র আবিদ হাসান রাফি। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে রাহিমের চাচা রশিদ মিয়া ও তার পরিবারের নারীরা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হন হামলাকারীরা। এতে আহত হন হাসিনা বেগম (৪৮), শোধ মিয়া (৫৩), রশিদ মিয়া (৫৫), মুক্তা আক্তার (১৬), আবিদ হাসান (১৮ মাস) ও আকলিমা বেগম (৩০)। আহতদের মধ্যে হাসিনা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এদিকে হামলাকারীরা প্রবাসী রাহিমের নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে থাকা একটি সোকেসের ড্রয়ার ভেঙে নির্মাণকাজের জন্য রাখা ৪ লাখ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ৩ টি বিদেশী কম্বল, একটি সেলাই মেশিন ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা রুমের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর করেন। পরে আহতদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের সেকেন্ড অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply