সংবাদ শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে সোমবার থেকে মাঠে নামছে ডিএনসিসি অবৈধভাবে ভারতে গিয়ে আটকে পড়া ১৩ বাংলাদেশী দেশে ফিরেছেন শেষ হলো সাহিত্য একাডেমির ৭ দিনব্যাপী “বৈশাখী উৎসব।। সচিব খলিল আহমদকে বৈশাখী উৎসব সম্মাননা প্রদান সরাইলে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী তপু লস্কর নবীনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত ও আহত-৩।। আটক-৪ কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই’র আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত

আর্তমানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে রোটারীয়ানরা; পৌর মেয়র নায়ার কবির

আর্তমানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে রোটারীয়ানরা; পৌর মেয়র নায়ার কবির

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে গত মঙ্গলবার রাত ৮টায় শহরের মৌলভীপাড়াস্থ স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে ক্লাবের ৪র্থ বোর্ড সভা, ৯৬৭তম নিয়মিত সাপ্তাহিক সভা ও তিনটি সেলাই মেশিন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র রোটারীয়ান মিসেস নায়ার করিব পিএইচএফ। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদা পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ রোটারীয়ান প্রফেসর মু. মজিবুর রহমান পিএইচএফ, রোটারীয়ান পিপি ডাঃ ডিউক চৌধুরী পিএইচএফ, রোটারীয়ান পিপি মোঃ জসিম উদ্দিন পিএইচএফ, রোটারীয়ান পিপি ইঞ্জিঃ আমান উল­াহ্ বাহার পিএইচএফ, রোটারীয়ান পিপি সাদর“ল হুদা নিয়াজ পিএইচএফ, রোটারীয়ান পিপি গোলাম মোস্তফা পিএইচএফ, রোটারীয়ান পিপি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী পিএইচএফ, রোটারীয়ান পিপি আনিসুর রহমান পিএইচএফ, রোটারীয়ান পিপি ক্ষমা রানী কর পিএইচএফ, ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর এসিসষ্ট্যান্ট গভর্ণর রোটারীয়ান পিপি আশরাফ আহমেদ পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান মোস্তাফিজুর রহমান খান পিএইচএফ, প্রেসিডেন্ট নমিনী রোটারীয়ান ডাঃ শওকত হোসেন, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিঃ এম এম কামাল উদ্দিন পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান মোঃ খসর“ মিয়া পিএইচএফ, রোটারীয়ান হুমায়ুন কবির পিএইচএফ, রোটারীয়ান ইঞ্জিঃ মামুনুর রশিদ পিএইচএফ, রোটারীয়ান মাসুদ আল মামুন পিএইচএফ, রোটারীয়ান আব্দুল কাইয়ুম পিএইচএফ, রোটারীয়ান মোখলেছুর রহমান পিএইচএফ, রোটারীয়ান মোঃ মনির“ল আলম পিএইচএফ, রোটারীয়ান ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম পিএইচএফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, সারাবিশ্বে রোটারী ক্লাব আর্ত মানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। আমি আশাবাদি রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ রোটারীয়ান প্রফেসর মু. মজিবুর রহমান পিএইচএফ ও রোটারীয়ান পিপি ডাঃ ডিউক চৌধুরী পিএইচএফ এর জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে রোটারীয়ান মনির“ল আলম পিএইচএফ এর আমন্ত্রণে ফেলোশিপ ডিনারে সকলে অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com