১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদারদের বর্বর হামলায় নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা ও গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, আবৃত্তি ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে এ আলোচনা সভা, আবৃত্তি ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়া।
এতে জেলা শহরের ১৫ টি সংগঠন অংশগ্রহণ করেন। তার মধ্যে সাহিত্য একাডেমি, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র,আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র, জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা খেলাঘর, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, নোঙর, সোনালী সকাল,দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, জেলা নাগরিক ফোরাম,
নতুন মাত্রা, চেতনায় ৭১ পাঠাগার, ঘাতক দালাল নির্মূল কমিটি ও প্লাটফর্ম ইত্যাদি।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূর এর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, অরুণাভ পোদ্দার, নন্দিতা গুহ, অসীম বর্দ্ধন, আবদুল মান্নান সরকার, জামিনুর রহমান, নীহার রঞ্জন সরকার, আল আমিন শাহীন, মমিনুল আলম বাবু, শামীম আহমেদ, নুরুল আমিন, খালেদা মুন্নী, হেলাল উদ্দিন হৃদয়, সঞ্জীব ভট্টাচার্য, শিরীন আক্তার, মাসুদুর রহমান, মিনহাজ নবী খান পলাশ, স্বপন সাহা, আমির হোসেন, সোহেল আহাদ, শারমিন সুলতানা।
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন কবি জয়দুল হোসেন, ওসমান গনি সজীব, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা, বিশ্বজিৎ পাল বাবু, মোশারফ হোসেন বেলাল, শাহাদাত হোসেন, মনিরুজ্জামান পলা, মাইনদ্দিন রুবেল ও মাজহারুল ইসলাম অভি।
কবিতা আবৃত্তি করেন সাহিত্য একাডেমী ও আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র আবৃত্তিশিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী নবনীতা রায় বর্মন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply