স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে এক ডোবা থেকে শাপলা কুড়াতে গিয়ে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার (০৪ জুলাই) সকালে ডোবার মধ্যে ভাসতে দেখে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মোঃ হোসাইন-(১১) ও তার বোন জিন্নাত-(৮)। তারা ঐ এলাকার আক্কাস মিয়ার সন্তান।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে শাপলা ফুল তোলার কথা বলে বাড়ি থেকে বের হন হোসাইন ও জিন্নাত। সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়িতে ফেরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ ডোবা থেকে তুলে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply