স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বহুতল ভবনে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় কালাম-(৩৯), লতিফ-(৪০), ইলু মিয়া-(৬৫), উজ্জ্বল-(২৭) ও কাউসার-(৩১) নামে ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে জেলা শহরের পীরবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করেন পুলিশ।
আটককৃতরা হলেন- জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আব্দুল বাসারের ছেলে আবুল কালাম, একই এলাকার আবু তাহেরের ছেলে লতিফ, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত মুস্তু মিয়ার ছেলে ইলু মিয়া, একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে উজ্জ্বল, ও ইয়াকুব আলীর ছেলে কাউসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহ আলম নামে এক ব্যক্তি পৌর শহরের পীরবাড়ি এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। তিনি প্রবাসে থাকায় বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন তার শ্বশুর আবুল কালাম। বহুতল এই বাড়িটিতে কোন গ্যাস সংযোগ ছিল না। সরকারিভাবে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকায় শুক্রবার গভীর রাতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় খবর পেয়ে ভবন মালিক প্রবাসী শাহ আলমের শ্বশুর আবুল কালামসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।
এ ব্যাপারে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লেবু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভবণের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি ও শ্রমিক সহ ৫জনকে আটক করা হয়। এসময় গ্যাস সংযোগের জন্য আনা পাইপ ও নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে গ্যাস সংযোগের খবর পেয়ে থানা থেকে এসআই লেবু মিয়াসহ কয়েকজন ফোর্স পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply