শফিকুর রহমান//সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মোটর নিহত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদরের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আরমান মিয়া (৩৭) নামে নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোঃ আরমান মিয়া নরসিংদী জেলার বেলাবো থানার গাংকুল এলাকার আলফাজ মিয়ার ছেলে।
এছাড়াও দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদরের পশ্চিম কুট্টাপাড়া লাল পেট্রোল পাম্পে নিজের ট্রাকের চাপায় জিয়াউল হক নামের ১ ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেট্রোল পাম্পের পাশে নিজের ট্রাকের নীচে বিশ্রাম করছিল ড্রাইভার জিয়াউল।
এসময় অপর আরেকটি ট্রাক পেছনে যাওয়ার চেষ্টা করার সময় ট্রাকটিতে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ড্রাইবার নিহত হয়। নিহত ড্রাইভার জিয়াউল হক রাজশাহী জেলার পুটিয়া থানার বিড়ালডুপু গ্রামের নাছের আলীর ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু পৃথক সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে আসা দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা চালক আরমান নিহত হন।
অপরদিকে, একইদিন বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের পশ্চিম কুট্টাপাড়া লাল পেট্রোল পাম্পে নিজের ট্রাকের বিশ্রাম করছিল। এসময় অপর আরেকটি ট্রাক পেছনের দিকে ধাক্কা দিলে ট্রাকের ড্রাইভার জিয়াউল ট্রাকচাপায় নিহত হন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply