পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দসহ জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা শিক্ষা কমিটির অন্যতম সদস্য, অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর এর উপদেষ্টা সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষ তাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো। তিনি সবার উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি প্রত্যাশা করে বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply