স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৫ জুন) সকালে গৌরব ও সক্ষমতার প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত পদ্মা সেতুর উদ্বোধনের প্রাক্কালে “পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্ন পূরণ” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে বণার্ঢ্য আনন্দর্যালী অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় পৌরসভার সম্মুখ থেকে র্যালীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। পরে র্যালীটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্কস্থ জেলা প্রশাসন কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌসআরাসহ পৌরসভার সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply