স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আশ্রয়ন প্রকল্পে অনিয়ম ও গাফিলতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা রুমানা আক্তার ও সাবেক এসিল্যান্ড সাইফুল ইসলাম ও বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় জেলা প্রশাসক আরো বলেন আশ্রয়ন প্রকল্প হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের জায়গা। এই প্রকল্প নিয়ে কোনো রকম অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনায় গত ২২ মে ২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও উপজেলা সহকারী (ভূমি) সাইফুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply