স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সাবেক ওয়ার্ড কমিশনার মোঃ মুহসিন, জেলা আওয়ামী লীগ নেতা স্বপন রায়। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পাড়ে সেদিকে সতর্ক থাকার অনুরোধ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। সম্প্রীতি রক্ষায় কোন অপরাধী ও দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply