জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১ মে বুধবার থেকে মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৪১ দিনের ছুটি শুরু হচ্ছে। বুধবার শুরু হয়ে ছুটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত।
রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত ছুটি একদিন বৃদ্ধি করে ১ মে থেকে ১০ জুন করা হয়েছে। এর আগে ছুটি ছিল ১ মে থেকে ৯ জুন পর্যন্ত।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম রবিবার (২৬ মে) থেকে সোমবার (১০ জুন) পর্যন্ত মোট ১৬ দিন বন্ধ থাকবে।
Leave a Reply