সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উদযাপন করেন।
পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে জাতীয় চার নেতাকে স্মরণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ঊনিশশো পঁচাত্তরের ৩ নভেম্বর কারাগারের ভেতরে জাতীয় চার নেতার হত্যাকান্ডে জড়িত খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। ‘বিশেষ কমিশন’ গঠন করে নেপথ্য কুশীলবদের চিহ্নিত করারও দাবি জানিয়ে সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কায়কোবাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন,। মোস্তাফিজুর রহমান, এডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম মন মিয়া, নাজমা বেগম, চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ হাবিবুর রহমান, মিজানুর রহমান, পানিরশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিল্লাল হোসেন, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গ ও জাতীয় চার নেতার আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নাজমুল হোসেন প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply