সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এ বছরও উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার “বিজিবি দিবস যথাযোগ্য উদযাপিত হয়েছে।
দিবসটির শুরুতে ফজরের নামাজের পর সরাইলস্থ বিজিবি জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় রিজিয়ন সদর দপ্তর, সরাইল এর প্রধান কার্যালয়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সাড়ে আট ঘটিকায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, রিজিয়ন কমান্ডার, সরাইল কর্তৃক বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। বিজিবি দিবস উপলক্ষে আমন্ত্রিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের বিশেষ সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। পরবর্তীতে দুপুর ২টায় প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজে মাননীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) ও রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আমন্ত্রিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব/সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও রিজিয়ন সদর, আরআইবি সরাইল এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)’র সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীবৃন্দ স্বপরিবারে অংশগ্রহণ করেন। উক্ত দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বিজিবি’র নিজস্ব এবং দেশের স্বনামধন্য শিল্পীদের সমন্বয়ে একটি আকর্ষণীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচী/অনুষ্ঠানমালা যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply