স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া ফ্রেশ ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ মনজুরুল আলম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন বিপু। এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। পরে আদালত কর্তৃক মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply