সংবাদ শিরোনাম
নবীনগরে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ছাত্তারকে গ্রেপ্তার জনগণের কাছে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে জনগন যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে- সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা নাসিরনগরে পুলিশকে মারপিট করে পালিয়েছে হত্যাচেষ্টা মামলার আসামি কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকা-ের রহস্য উদঘাটন; আলামতসহ মূল আসামী গ্রেফতার কমলগঞ্জে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার কমলগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ কমলগঞ্জে বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত।। আহত- ৩০।। দোকানপাট ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা কুড়াতে গিয়ে দুই ভাই-বোনের করুণ মৃত্যু।। পরিবারে শোকের মাতম
এমডব্লিউসি সম্মেলনে ‘ইন্টারচেঞ্জঅ্যাবল ‘আল্ট্রা ফোনের কনসেপ্ট ঘোষণা রিয়েলমির

এমডব্লিউসি সম্মেলনে ‘ইন্টারচেঞ্জঅ্যাবল ‘আল্ট্রা ফোনের কনসেপ্ট ঘোষণা রিয়েলমির

‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে ‘আল্ট্রা’ ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। এই ডিভাইসের প্রোটোটাইপ   ‘ইন্টারচেঞ্জঅ্যাবল লেন্স সেটআপ’ এর মতো অত্যাধুনিক প্রযুক্তি চমক রয়েছে। এই অভিনব ও যুগান্তকারী স্মার্টফোনে থাকবে- ‘প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম’ এর সঙ্গে যুক্ত ১-ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর। যেটি ব্যবহারকারীদের সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ করে দেবে।
এতে থাকবে- ৭৩এমএম পোট্রের্ট এবং ২৩৪এমএম টেলিফটো, এ দুটি প্রো-লেভেল লেন্সেস। এছাড়া ক্রিমি বোকেহসহ ১০ গুণ জুমসহ এটি ডিভাইসকে এত দারুণ স্বচ্ছতা দেয়, যা মোবাইল ডিভাইসের জন্য অকল্পনীয়।
এছাড়া রিয়েলমি ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে তিন বছরের কৌশল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ‘মিড থেকে হাইএন্ড’মার্কেটে গুরুত্ব দিয়ে কোম্পানিটি বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগণ করার কথা ভাবছে।
এ প্রসঙ্গে রিয়েলমি ভাইস-প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, “প্রবৃদ্ধির এই নতুন সময়ে, টেকসই অর্জনে আমরা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী উপযোগী উদ্ভাবনে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”
তিনি আরো বলেন, “আমাদের নতুন কৌশলগত পরিকল্পনায় শুধুমাত্র বাজার সম্প্রসারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে না; বরং প্রযুক্তির জনপ্রিয়তার মাধ্যমে তা তরুণ প্রজন্মের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রযুক্তিখাতে প্রতিনিয়ত প্রযুক্তি ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।”
কৌশলগত পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে- কোম্পানিটি প্রোডাক্ট প্ল্যানিং, ব্র্যান্ড এনহেন্সমেন্ট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয়ে একটি রোডম্যাপ প্রস্তুত করছে।
এছাড়া- এমডব্লিউসি ২০২৫ সম্মেলনে রিয়েলমি ৩টি সিগনেচার প্রোডাক্ট এর গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে। এ সবগুলো পণ্যই ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে এবং বিশ্বব্যাপী তরুণদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রিয়েলমি।
জিটি সিরিজ- এটি ‘নেক্সট-লেভেল পারফরম্যান্স ফ্ল্যাগশিপ উইথ এআই’ হিসেবে বিবেচিত। এই ফোনটি ব্যবহারকারীদের দিচ্ছে- অসাধারণ গেমিং অভিজ্ঞতা, সর্বাধুনিক এআই টেকনোলজি এবং আল্ট্রা-ক্লিয়ার ইমেজিং; যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এরপর রয়েছে, নাম্বার সিরিজ- এটি পরিচিচিত ‘নেক্সট-জেন পারফরম্যান্স অ্যান্ড ক্যামেরা’ হিসেবে, যেটি নির্বিঘ্নভাবে শক্তিশালী পারফরম্যান্স, অসাধারণ ইমেজিং সক্ষমতা, মুগ্ধকর ডিজাইন সহ দারুণ সব প্রযুক্তির সমন্বয়ে তরুণদের প্রতিদিনের কাজ ও গেমিং উপভোগের সুযোগ করে দিচ্ছে।
এছাড়া-  ‘সি সিরিজ’  ‘বেটার টেক ফর ইয়ুথ’ ভাবনা সঙ্গে নিয়ে দীর্ঘস্থায়ী ও নির্বিঘ্ন সার্ভিসের প্রতিশ্রুতি দেয়, যা একই দামের মার্কেটের অন্য স্মার্টফোনগুলোতে পাওয়া প্রায় অসম্ভব।
তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা রিয়েলমি- স্মার্টফোনগুলোতে এআই এর ব্যবহার আরো উপযোগী করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে।
‘নেক্সট এআই’ উদ্যোগ এর মাধ্যমে, রিয়েলমি ‘এআই ইমেজিং’, ‘এআই ইফিশিয়েন্সি’, এবং ‘এআই গেমিং’ এর মাধ্যমে উন্নত, সহজলভ্য এবং ব্যবহার উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে গুরুত্ব দিচ্ছে। আগামী ৩ বছরে বিশ্বজুড়ে ১০০ মিলিয়ন এআই স্মার্টফোন সরবরাহের পরিকল্পনা করছে রিয়েলমি। এছাড়া- ব্র্যান্ডটি জিটি সিরিজ, নাম্বার সিরিজ  সি সিরিজ এবং অন্যান্য ব্যবহারকারীদের সেরা চিপসেট ও  ব্যাটারির অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
পাশাপাশি ভবিষ্যতে আইকনিক আইপিএ-গুলোর সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও সম্পর্ক তৈরিতে কাজ করবে রিয়েলমি। এটি অন্তত একটি আইপি এর সঙ্গে কাজ করতে চায়, যেটি তরুণদের ভাবনাকে গভীরভাবে মূল্যায়ন ও তাদের অনুপ্রাণিত করে।
২০২৫ সালে রিয়েলমি, শীর্ষস্থানীয় বিনোদন এবং লাক্সারি আইপির সঙ্গে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক করতে ইচ্ছুক, যার মাধ্যমে সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে ইন্ড্রাস্ট্রিতে নতুন মানদণ্ড তৈরি করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com