মোহাম্মদ শফিকুর রহমান// সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বর্ডার বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল-কে নৃশংসভাবে কুঁপিয়ে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত শনাক্ত এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদানের দাবীতে বিশাল মানববন্ধন করেছে ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগন।
শুক্রবার বিকাল সাড়ে ৬টায় কালিকচ্ছ বর্ডার বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বর্ডার বাজার ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তফা কামাল-কে নৃশংসভাবে কুঁপিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ যেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করে দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বর্ডার বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগনের পক্ষে বক্তব্য রাখেন, আবু বক্কর সিদ্দিক, অহিদুজ্জামান লস্কর অপু, সাত্তার মেম্বার, হোসেন মিয়া, সাইফুল ইসলাম, জামাল মিয়া, উমেদ আলী, অন্তর প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ বর্ডার বাজার থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে বাড়ির সামনের সড়কে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply