মোহাম্মদ শফিকুর রহমান//সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় কালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মোহাম্মদ শামীম বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি এলাকার উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও দেশের উন্নয়নের জন্য। সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হল রুমে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রওশন আলমের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা এবং সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি আরো বলেন, আমার স্বপ্ন এই অঞ্চলের মানুষকে নিয়ে, এ অঞ্চলের উন্নয়ন নিয়ে এবং সরাইলের ঐতিহ্যকে ধরে রাখতে । আপনারা আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং আমার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন।তিনি বলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমিও গণমাধ্যমকর্মি বান্ধব মানুষ। আপনারা যদি আমাকে সমর্থন ও সহযোগিতা করেন তাহলে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমি ধানের শীষ প্রতীক পাব। আমি জয়ী হবে আপনাদেরকে নিয়ে এ অঞ্চলের প্রত্যেকটি সমস্যা চিহ্নিত কবে তার সমাধান করব ইনশাল্লাহ। এ সময় সরাইল উপজেলার সিনিয়র সাংবাদিক বৃন্দ সহ সকল সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply