স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোঃ মোশাররফ হোসেন-(৩৫) ও আলমগীর হোসেন-(৪৫) নামে দুিজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (০২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মোশাররফ হোসেন উপজেলার সিংগারবিল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নোয়াবাদী গ্রামের সাচ্চু মিয়ার ছেলে ও আলমগীর হোসেন একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছুরি, দা, ক্রিস, রাম দা, সুইস পিয়ারাসহ নানা যন্ত্রপাতি রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অমিতাভ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী থেকে যুবলীগ নেতা মোঃ মোশাররফ হোসেন ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply