স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় জোর পূর্বক সরকারী রাস্তা ও ড্রেইন বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর দিয়েছেন মোঃ আনার হোসেন নামে এক বিএনপি নেতা। এতে করে জনসাধারণের চলাচলে বাঁধা সৃষ্টি হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মাদ্রাসা বাজার এলাকায় ঐ গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আনার হোসেন সরকারি রাস্তা ও ড্রেইন বন্ধ করে নিজের বাড়ির সীমানা প্রাচীর দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে জনসাধারণের চলাচলে বাঁধা হয়ে দাড়িয়েছে আনারের দেওয়া সীমানা প্রাচীর। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ যুবদল নেতা আনার হোসেন ও একই ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয়দের উপর জোর জুলুম চালিয়ে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সরকারি রাস্তা ও ড্রেইন বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর দিয়েছেন আনার হোসেন।
এ ব্যাপারে মাছিহাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শহিদ মিয়া জানান, সরকারি জায়গার উপরে বাড়ির সীমানা প্রাচীর দেওয়ার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে আনার হোসেনকে জিজ্ঞেস করলে সে জায়গাটি তার নিজের বলে দাবি করে আমাকে বিষয়টি এড়িয়ে যান। সে এলাকার কারো কথা শুনেনা জানিয়ে শহিদ মিয়া জানান জায়গাটি মূলত সরকারি।
এ ব্যাপারে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিনুল হক পাভেল জানান, কেউ আমাকে এ বিষয়টি অবগত করেনি। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সচেতন মহলের প্রশ্ন ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাভেল সরকারি রাস্তা ড্রেইন বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর এর ঘটনাটি না জানলে উনার (চেয়ারম্যান) ন্যামপ্লেইট কিভাবে ঐ সীমানা প্রাচীরে লাগানো হয়েছে।
এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী জানান, কিভাবে বিএনপির নেতা হয়েও এলাকায় আধিপত্য বিস্তার করে সরকারি রাস্তা ও ড্রেইন বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর দিয়ে বহাল তবিয়তে আছেন।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply